মানুষ মুখোশ
জহিরুল ইসলাম


আমাকে যারা ভাঙ্গতে আসে দিনশেষে তাদের পরাজিত মুখ দেখে;
আমার প্রচন্ড হাঁসি পায় এ যেন এক পৈশাচিক আনন্দ আমার ভেতর!


আমাকে যারা নিন্দা করতে আসে দিনশেষে তারাই আমার কবিতা হয়ে যায়,
আমি বয়ান করি তাদের জীবনের ইতিবৃত্ত উপাখ্যান আরো কত কি!


আমাকে যারা ভালোবাসে দিনশেষে;
আমি তাদের লুকিয়ে রাখি হৃদয়ের এক কোণে,
ঠিক অন্ধকারে বসবাসকৃত পাখি যেমন আগলে রাখে ছোট্ট ছানাদের।


আমাকে যারা বোকা ভেবে প্রয়োজনে প্রিয়জন ভাবে তাদের জন্য আমার বুক ভরা ঘৃণা,
তাদের জন্য আমার ভীষণ মায়া হয় কত নিকৃষ্টতম মানুষ এরা আহা!


আমি মানুষের কাছে গেলে কুকুর হয়ে যাই লেজ গুটিয়ে গুটিসুটি মেরে বসে থাকি,
আবিষ্কার করি তাদের ভেতরকার লালিত কুকুরটাকে।


আমি কুকুরের কাছে গেলে ঠিক আগের মতো মানুষ হয়ে যাই;
খাবার তুলে দেই ক্ষুধার্ত কুকুরের মুখে আদরে হাত বুলিয়ে দেই গায়ে।


এই হিংস্রতার দাবানলে আমার মুখবন্ধ হয়ে আসে তবুও বেঁচে থাকার প্রয়াস চালাই,
এখানে পৃথিবীর নিকৃষ্টতম প্রাণীদের বসবাস মানুষের মুখোশের আড়ালে।