বিরহী সুর
জহিরুল ইসলাম

এই দেখা শেষ দেখা হবো না আর মুখোমুখি,
তোমাকে হারানোর পর বেদনারা দেয় উঁকি।


অঘোষিত পড়ন্ত বিকেল গোধূলির রাঙা আলো,
বিদায়ের মনস্তাপে পুড়ছে হৃদয় তুমি থেকো ভালো।


মন খারাপের রাতে যদি কখনো মনে পড়ে এই আমায়,
ছুঁয়ে দিও কবিতার অক্ষরে শুনতে পাবে ভালোবাসি তোমায়।


তুমি নেই তুমি নেই হৃদয়ে বাজে শুধু বিরহী সুর,
শূন্যতায় শূন্য এই জীবন শূন্যতায় সব ভরপুর‌


সব লেনদেন চুকিয়ে আজ আমি এক নিঃসঙ্গ নক্ষত্র,
তুমি রবে চিরকাল বেঁচে রবে আমার হৃদয়ের সর্বত্র।