জীবনের রঙমশাল
জহিরুল ইসলাম


একটা হতাশগ্ৰস্ত, কিংকর্তব্যবিমূঢ়, অনিশ্চিত সময়ের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে জীবন;
কোথায় গিয়ে দাঁড়াবে শেষে সেই গন্তব্য এখনো অজানা শুধু বাঁচতে হবে এইতো জানে মন।
পথচলার এই পথে সঙ্গী বলতে আমার আমিই কেবল আর যারা ছিলো-
সবাই পাশ কাটিয়ে চলে গেছে বহুদূর স্বপ্ন আর লক্ষ্য যেনো সবারই আলাদা,
কোথায় গিয়ে থাকবে তরী কোথায় ঠিকানা হবে শেষে এযেনো এক জটিল ধাঁধা!


তবুও জানি যিনি করেছেন সৃষ্টি তিনিই তো দেখাবেন পথ শেষ অবধি,
সেই আশায় চলছি পথ দুঃখ আর স্মৃতি সব মগজে ভরে নিরবধি।
হয়তো অন্য কোন স্থান অন্য কোন মানুষ অন্য কোন আশ্রয়স্থল,
মানুষ জীবনের প্রয়োজনে ছুটে চলে যত্রতত্র কখনো মরু কখনো স্থল আবার কখনো বা জল।


এভাবেই ছুটতে ছুটতে একদিন ফুরিয়ে যাবে স্বপ্ন সব ফুরিয়ে যাবে সঞ্চিত আয়ু,
মানুষ ভুলে যাবে তার গোটা জীবনের গল্প ক্লান্ত হয়ে যাবে চলমান স্নায়ু।
তখন কেবল চারদিকে দেখবে ছড়িয়ে আছে কত শত জীবনের রঙমশাল,
দেখে দেখে চোখ জুড়িয়ে যাবে স্মৃতি রোমন্থনে কেটে যাবে সকাল বিকাল।