কবিতা: বৃষ্টি ঝরা স্মৃতির কোলাজ
লেখা: জহিরুল ইসলাম


এমন বৃষ্টি ঝরা মাতাল হাওয়া বেপরোয়া মেঘলা দিনে,
তোমায় বুকে আগলে রেখে ঘুমিয়ে যাওয়া বুক পকেটের সেফটিপিনে।
এমন মন খারাপের মেঘ বিষন্ন উদাস হয়ে ঠাঁয় দাঁড়িয়ে বেলকনিতে,
তোমার সাথে গল্প ভীষণ মেতে থাকা একটু আধটু খুনসুটিতে।


এমন ভিজে যাওয়া হালকা চুলে, হুট তোলা রিক্সায় চড়ে,
ফিরবো আমি ব্যস্ত ভীষণ তোমার টানে তোমার পানে একেলা ঘরে।
এমন আধ ভেজা ভোর চোখে নেশা তোমার ঘোরে,
তুমি ছাড়া বুকের বাঁ পাশে হৃদয় যেনো নিভু নিভু যাচ্ছে পুড়ে।


এমন একেলা পথে এগিয়ে যাওয়া ব্যস্ততম পথিক ছুটছে যেমন,
খিল দিয়ে বসে থাকা অভিমানী অপেক্ষার প্রহর গুনছে কেমন।
এমন মৌন বিকেল নিঃসঙ্গতা আঁকড়ে ধরে বেঁচে থাকার দিনে,
স্মৃতির কোলাজে জমে থাকা অযুত কবিতা আর কথার ঋণে।


এমন কিছুই না করা অবসর সময় হচ্ছে যে পার এলো গেলো,
হঠাৎ জ্বরে পুড়ে ছারখার শরীর যেনো দমকা হাওয়ায় এলোমেলো।
এমন দগ্ধ দুপুর বিষাদের সুর বাজে শুধু আপন মন একেলা ঘরে
তোমার জন্য এই আমিটাই ধুকে ধুঁকে দুঃখ পেয়ে যাচ্ছি মরে।