রুদ্ধ
জহিরুল ইসলাম


আমার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আছে ঠিক যেন কারাগারে বন্দী আসামীর মতন,
সত্য বললেই হতে পারে যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড!
সেই ভয়েই তটস্থ থাকি চুপচাপ পৃথিবীর সমস্ত অপরাধের সাক্ষী হই,
আমি অপরাধ না করেই আজকাল অপরাধীর মতো চুপটি করে থাকি।
মাঝে মধ্যে নিজেকে মাটি মনে হয় আমার,ভেজা অথবা শুষ্ক মাটি,
মাটির উপর যেমন ভালো মন্দের কারবার হয় অথচ নিরবতা পালন করে।
চোখ থাকতে অন্ধ যাকে বলে এই সমাজ আমি ও তদ্রুপ চোখ থাকতে অন্ধ!
নীরবে সহে যাই যাবতীয় দুঃখ-কষ্ট,অন্যায়-অত্যাচার,বলা হয় না কখনোই‌।


পৃথিবীর সকল বঞ্চিত মানুষই বিপ্লবী সেই দিক থেকে আমিও ঠিক তাই,
ভালোবাসার আহ্বানে যাকেই ডেকেছি সেই করেছিল অবহেলা বঞ্চনা।
মুখ ফুটে যাকে বলেছি ভালোবাসি পরক্ষণেই টের পেলাম একরাশ ঘৃণা,
তবুও আমি সময়ের টাইমলাইনে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থেকেছি।
কত রোদ বৃষ্টি শীত বসন্ত এলো গেলো অথচ আমি শূন্য হাতেই দাঁড়িয়ে আছি,
আমার এই অপেক্ষার শেষ নেই অথচ ঋতু বদলায় মানুষ বদলায়।
আমার অপেক্ষারা আজ ক্লান্ত নীরবে আমায় দিয়ে যায় অভিশাপ,
তবুও আমি বারবার ছুটে যাই মানুষের কাছে ভালোবেসে করি পাপ।