ব্যথার ঝড়
জহিরুল ইসলাম
হু হু করে বাড়ছে জ্বর বুকের ভেতর ব্যথার ঝড়,
এই শহরের কোথায় গেলে পাবো বলো তোমার খবর।
কে এখন আমার কপালে রাখবে বলো শীতল হাত,
কার সাথে কথা বলে কাটিয়ে দিবো নির্ঘুম রাত।


এখন কে রোজ বায়না ধরবে বলবে কে এসো দেখা করি,
বুকের ভেতর শূন্য লাগলে কে বলবে একটু জড়িয়ে ধরি।
নিয়ম করে ওষুধ খাওয়ার জন্য কে আমায় করবে শাসন,
কার সেবায় এই ছাইচাপা জ্বর হবে নিরুদ্দেশ একেবারে প্রশমন।


ফুরাচ্ছে দিন পুড়ছে শরীর কোন কিছুতেই পাচ্ছি না সুখ,
পুড়ে যাওয়া এই শরীরের চেয়ে মন পুড়ছে এইতো অসুখ।
শীতের মতোই জেঁকে বসেছে মন খারাপ সব এই সময়ে,
চলমান এই বাস্তবতায় ভালো আছি হোক না তা অভিনয়ে।