শব্দহীন শোকসভা
জহিরুল ইসলাম


কোন এক বৃষ্টি নামা সন্ধ্যায় একটি শোক সভা করতে চাই;
শোক সভার শিরোনাম হবে অশ্রুঝরা কবিতার অক্ষর!
সেখানে তোমার নামে লেখা সকল স্বরচিত কবিতা পাঠ হবে!
তোমার নামে ঝরবে সেদিন শব্দের শিলাখণ্ড অথবা হবে শব্দের বজ্রপাত;
সমবেত পাঠকেরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবে সেসব বিষাদ মাখা কবিতা।


করতালির বদলে উপস্থিত দর্শকেরা করবে সেদিন স্বেচ্ছায় অশ্রু বিয়োগ;
আমি বেদনার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকবো সেদিন বোবার মতো!
পৃথিবীতে বোধহয় মানুষ অধিক দুঃখ পেলে একসময়  বোবাই হয়ে যায়।


তুমি থাকবে না সেই শোকসভায়,সেই অশ্রু ঝরা দিনে,সেই নিরবতায়:
তুমি থাকবে কেবল আমার শব্দহীন অনুভূতির কবিতায় মিশে;
তুমি থাকবে সেদিন ভাঙাচোরা পাঁজরের স্তুপের ভেতর যেখানে দুঃখ আছে পিষে!
তুমি থাকবে সেদিন শোকসভার নির্বাক মানুষের অশ্রুতে মুখর,
তুমি থাকবে সেদিন না থাকা সময়গুলায় যেখানে দুঃখদের আসর হতো তুখোড়।