কতদূর
✍️জিয়াউল শাকিল বাঙালি


সুনীল আকাশ রাঙায় রঙধনু
পুষ্পে পুষ্পে ভরে উঠে পুষ্পরেণু।
কালো মেঘে উড়ে যায় সাদা বক
বজ্রাকাশে গর্জে  উঠে তরিৎচুম্বক।


ক্ষণিকের গগণে কত রঙ দেখা
জীবনের আকাশে বৈচিত্র্য রেখা।
হাসি কান্নার গগণে আঁচলের ঘোমটা
সুখের অভিনয়ে চলে সারা জীবনটা।


এই মেঘ এই রোদে জীবনের খেলা
গোধূলির আকাশে শেষ হয় বেলা।
সন্ধ‍্যাকাশে দাঁড়িয়ে ভাবি, নিভৃতে আমি
কতদূর চলে গেছো, প্রিয় কতকাছের তুমি।


২৩.১.২২