জা‌তির মু‌ক্তি সনদ প‌বিত্র কুরআন
তেইশ বছর ধারণে নবী মহীয়ান।
প্রথম ওহী আস‌লো সাতা‌শে রমজান
বর্ণানায় লিখা আছে প‌বিত্র ফুরকান।


আল্লাহ প্রেমে নবী ছি‌লেন মশগুল
স্বপ্নে হলো সূচনা ওহীতে নির্ভুল।
পাহা‌ড়ে ধ্যানমগ্ন করেন উপাসনা
নির্জনতায় একাকী মনের বাসনা।


ঘোর অমা‌নিশায় ব্যস্ততম পৃ‌থিবী
হেরা গুহায় খোঁজ রাখে খা‌দিজা বি‌বি
ঐশ্বরিক এই বাণী মান‌বের কল্যাণ
মর্ম বু‌ঝে সেই জ্ঞানী ‌যে ধর্মপ্রাণ।


অগ‌ণিত প‌ঠিত হয় শুদ্ধ এই কিতাব
ধারণ ক‌রলে মুক্তি কব‌রের আযাব।
এই গ্রন্থ চিরকাল থাকবে পৃথিবীতে
ইমান আ‌নো সক‌লে এই বিশ্বা‌সে।


উত্তীর্ণ আল-কিতাব সকল পরীক্ষায়
ভুল খোঁজেও পায়নি চেষ্টা‌তে বৃথায়।
এর চে‌য়ে শুদ্ধ কিছু পৃ‌থিবী‌তে নাই
ধ‌রে রে‌খো বু‌কে মানব সম্প্রদায়।