কেশবতী শোভাময় চো‌খে ছলছল!
নয়‌নের কো‌ণে তার ক্ষ‌ণি‌কের জল।
অনুরা‌গে প্রিয় হ‌য়ে এক রজনী‌তে!
হৃদ‌য়ের টান ছিল না‌হি ভুল তাতে।


চ‌লে গেল বহু‌দিন সা‌থী দুজনায়
দিনমান গত হয় জানা অজানায়।
পুরানো স্মৃ‌তিরা আর হয়না নতুন
ম‌নে প‌ড়ে চাহনি‌তে ছিল নিদারুন।


ফি‌রবেনা কভু আর স্মৃ‌তির অতীত
কত ছিল ভালবাসা শুভ প্রেমগীত।
আসি‌বেনা কভু আর সেই দিন ক্ষণ
মু‌ছে যায় প্রী‌তিগু‌লো ভু‌লে যায় মন।


তবুও হৃদয়ে কাঁ‌দে অতী‌তের স্মৃ‌তি!
ভালবাসা বৃথা নয় সত্যের প্রবৃ‌ত্তি।