প্রভাতে সেদিন প্রথম দেখি তারে
ঝড়ে রূপ ললনার নয়ন উজারে।
সমীরণে ধীরে বহে কামনার অগ্নি
বিদীর্ণ হৃদ নিষ্ফল আশার চাহনী


মধুকাল হয়নি বিয়োগ জড়ায়ে
অনন্তের অদৃষ্ট গোপনে ছড়ায়ে।
প্রত্যুষ অবজ্ঞা শত ভাস্মর করে
ভুলে যাই রুপস্রী ছিল নয়নজুড়ে


কেশলয় ফুল হয়ে রয় আবৃত
দাহ্য মন তৃষাসম যেন ব্যাপৃত।
প্রসূন মম নেত্র শঙ্কার স্তুতিতে
আলেখ্য ভ্রা‌ন্তিতে হা‌সে স্মৃ‌তি‌তে।


চিরতরে মু‌ছে দেই ইচ্ছার সুখ
কেন যেন দাহ্য হয়ে মর্ম বিমুখ।