মনে আছে
মনে আছে আমার খুব ভালো মনে আছে
সেদিন আমি ফিরে গিয়েছিলাম
ঠিকানাহীন পথের মাঝে ফেলে
আমি গিয়েছিলাম চ'লে
ফিরেছিলাম নিছক ভুলের তরী বেয়ে
মনে আছে আমার সবই মনে আছে
ভুলিনি ভুলবো না আমি সেই বেদনার দিন
সেযে আমার কাছে এক অফুরন্ত ঋণ
অনেক কিছু মনে আছে আমার
ভুলিনি যে একটুও তার
তবুও আজ বেদনার ইতিহাস আমাকে কাঁদায়
শুধুই কাঁদায় বারবার কাঁদায় আমাকে
আর ফিরে যাই আমি ব্যর্থতার মালা গলায় জড়িয়ে
ফেরিওয়ালার মতো ভালোবাসার দোকানে দোকানে ঘুরি
কিন্তু কোথায় সে ভালোবাসা? সেতো আমার থেকে
হাজার হাজার মাইল দূরে
যোজন যোজন দূরে
কেমনে যাবো তার কাছে আমি?
অথবা কেমনে পাবো তাকে আমি আর?
কেমনে পাবো আমি তাকে আবার ফিরে?