তুমি শুধু বলো "আমাকে ভালোবাসো স্রেফ এ কথাটা বলো"
আমি হাসি আর তাকিয়ে থাকি মুখপানে তোমার
তাকিয়ে থাকি আকাশ পানে বুঝিনা কিছু আর
শুধু ভাবি আমি শুধু ভাবি চিন্তা করতে থাকি নিরন্তর
কতোটাকাল আর কতোটা জীবন চ'লে গেলো এভাবে
কিন্তু পড়তে পারলে না তুমি আমাকে একবারও সেভাবে
তেমন কিছু কঠিন ছিলো না তেমন একটা দুর্বোধ্য ছিলো না
হৃদয়ের খাতাটি আমার
অথচ হোচট খেলে ছিড়ে গেলে ফেটে গেলে বারবার
তোমার জন্য ক্যান্টিনে ব'সে থাকি
তুমি না এলে একা কিছুই খাইনা আমি
তাকাই না কারো দিকে আঁখি মেলে
ক্লাসে পাশাপাশি বসে ফিসফিস করে কথা বলি
পাশাপাশি হাটি আর গুনগুন ক'রে গান গাই
তোমার চোখের ভাষা পড়ার চেষ্টা করি নিরন্তর
তোমার পছন্দের খাবারই আমার পছন্দের বলি
তোমার পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যাই
তোমাকে কেউ কিছু বললে তার ওপর ব্যঘ্র হুঙ্কারে
ঝাঁপিয়ে পড়ি
তোমাকে সাথে নিয়ে সমুদ্রে সাঁতার শেখাই
ভর দুপুরে একলা পেয়ে ছনের ঘরে ছন্দ মেলাই
ভোরের প্রথম ফোঁটা গোলাপের পাপড়ি এনে তোমার
মাথায় গুজে দেই
অভিমানে অশ্রু গড়ালে টিস্যু পেপার দিয়ে মুখ মুছে দেই
তোমাকে ভালোবাসি বলার
এরচয়ে আর কোনো ভাষা নেই জানা আমার