ক্যালকুলাসের মতো একটি জীবন তো চাইনি আমি
চেয়েছিলাম মাত্র একটি জীবন
অতি বাস্তব কিন্তু সহজ এবং সরল
পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ ফটিক জলের মতো
একটি জীবন চেয়েছিলাম আমি
মানব জীবনের স্বপ্নের সমান একটি জীবন চেয়েছিলাম মাত্র
এরচেয়ে বেশি কিছু নয়


প্রকৃতির স্বাভাবিক নিয়মে পৃথিবীর আলো নিভে আসে দ্রুতই
হাঁসগুলো উঠে যায় খুপরি ঘরে নিমেষেই
সন্ধ্যা নেমে আসে হঠাৎ করেই
আমি ও কুপির বাতি নিভিয়ে দেই সন্তর্পণে
তবুও দৃষ্টি নিবদ্ধ হয় আমার
দেখি তুমি চেয়ে আছো আমার দিকে
একান্তই আপন মনে