কার কাছে যাবো? কারে আজ শুধাবো? আমার মনের কথা
ব্যাকুলতা আমাকে গ্রাস করেছে আজ
শুধাতে চাই হৃদয়ের সব সঞ্চিত ব্যথা
কিছুই লাগে না ভালো আর
আমার চারপাশের সবকিছু আজ অন্ধকার ঝোপঝাড় ব'লে মনে হয়
পাখির গান আকাশের তারা নক্ষত্র কোনো কিছুই
আমাকে টানে না আর আগের মতো
কবুতরের বাক বাকুম প্রেম আহ্বানেও ব্যাকুল হইনা আমি


ঢাবি চত্বর ছেড়ে আসার পর আঁখি দ্বয় আজ ঝাপসা হ'য়ে গেছে প্রায়
আগের নিশানা হারিয়েছে চোখ আমার
সেই থেকে আমি আজ অন্ধ
চোখে দেখিনা আমি আর কিছু
তোমার বিদায়ের বিষাদ চিহ্ন আমাকে চূর্ণবিচূর্ণ ক'রে চ'লেছে প্রতি ক্ষণে
ফেলে আসা সজল প্রেম চত্বর আমাকে  কাঁদিয়ে ফেরে
সারাক্ষণ
কোথায় যাবো? কি করবো?ভেবে পাইনা খুঁজে পাইনা কিছুই আমি  
একা একা কাটে আমার সকাল সন্ধ্যা বেলা
মানবের জন্য বিষ্ময়ের এইতো আশ্চর্য জাদুকরী খেলা
নিজেকেই নিজে একাধিক প্রশ্নবাণে জর্জরিত করি
মাঝে মাঝেমাঝে চুপ থাকি নীরব নিস্তব্ধতায় নিস্তেজ হয়ে পড়ি
আর বারবার খুঁজে ফিরি
ঢাবি'র সলাজ সবুজ প্রেম চত্বর
খুঁজে ফিরি ঢাবি'র লাইব্রেরী পাখি কুঞ্জ
খুঁজে ফিরি আমাদের অন্তরঙ্গ সময়ের মধুময় কথাগুলি