সারাক্ষণ সারাবছর চেয়ে থাকি
শীতের ভরা যৌবনের জন্য
একটা লেপ একটা কবিতা একটা কম্বল
একটা কোল বালিশ একটা বালিশ
নিয়েই তো আমার বাস
এভাবে সবকিছু লক্ষ কোটি কবিতা হয়ে ফিরে আসে আমার লেখার টেবিলে
একবার ডানে একবার বামে এভাবেই কেটে যায়
আমার বারোটা মাস
প্রচন্ড মনোকষ্টের ঝড়ে একটু উষ্ণতার খোঁজে জেগে থাকি সারারাত
নিদ্রাহীন কারো চোখে চোখ রেখে
এভাবেই কেটে যায় শত সহস্র রাত