তোমার আকাশে আজ দারুণ খরা
চোখ রাঙিয়ে কথা ব'লে যায় সুপ্ত বসুন্ধরা
মাঠের ধান শুকিয়ে ঝ'রে পড়ে ক্ষেতের বুকে
আনন্দে উদ্বেলিত ইদুর খুঁজে পায় গর্তের ঠিকানা
ঠোঁট উঁচিয়ে নিরীক্ষণ করে  সাদা বক চারদিক
শালিকের ওড়াউড়ি কিচিরমিচির এ
ফেটে পড়ে নীল আকাশ
তুমি ও তাকিয়ে রও আমি ও তোমার সাথে
তাকিয়ে রই শূন্যতার দিগন্ত জুড়ে
এভাবেই খাক হোক পুড়ুক না হৃদয়
ছারখার হোক না সব
তোমার আমার একান্ত ভূবন জুড়ে