অনেক কষ্টে সেদিন হারিয়ে ফেলেছিলে মুখের ভাষা
আমারই ত্রস্ত ভুলে মুখ থুবড়ে পড়েছিলো প্রেম
বাকরূদ্ধ হ'য়ে গিয়েছিলে তুমি একেবারে
যাবার পথে পাখিরাও কথা বলতে চেয়েছিল তোমার সাথে
কিন্তু তাদের কথা শোনার মতো মন ছিলো না তোমার
চলৎশক্তিহীন অসাড় মানবে পরিণত হ'য়ে পড়েছিলে তুমি
রিক্সা ডেকে বাড়ী ফেরার মতো মনও ছিলোনা তোমার  
কায়ক্লেশে কোনো রকম বাসায় পৌঁছে হারিয়ে ফেললে
তুমি নিজেকে
মা জিজ্ঞেস করলেন কি রে? তোর মন খারাপ ক্যান?
তুমি বললে না মা কিছুই হয়নি
ডাইনিং টেবিলে খাবার দিয়ে মা ডাকলেন খেতে আয়
তুমি বললে ক্ষুধা নেই পরে খাবো
ঘুমের ভান ক'রে পড়ে থাকলে তুমি বিছানার পরে
যেন প্রকৃতির সব ঘুম কেড়ে নিয়ে একাই ঘুমাচ্ছ তুমি
আসলে তো ঘুম নয় এ যেন চোখের পাতা বন্ধ ক'রে
নিজেকে আড়াল করা
চোখের পাতা বন্ধ ক'রে কষ্টের হিসেব কষতে শুরু করেছিলে
সেদিন তুমি
সেই যে ঘুম দিলে চোখের পাতা বন্ধ করলে
সেই ঘুমেই জীবন কেটে গেলো তোমার
চোখের পাতা আর পলক মেললো না কোনোদিন
তাকিয়ে দেখলোনা এ সুন্দর বসুধাকে আর
তুমি কি সেদিনের মতো ঘুমিয়ে আছো এখনো?
না
সেদিন থেকে অদ্যাবধি পর্যন্ত সকল ঘুমের দায় আমার
একান্তই আমার আর কারো নয়
তোমার তো নয় একটুও