ভালোবাসা পেতে হলে পাথর ভাঙতে হয়
রক্তাক্ত করতে হয় নিজেকে
আয়রন রড সিমেন্ট ইটও করতে হয় টুকরো টুকরো
যন্ত্রণার আখরে নাম লেখাতে হয় প্রেমের খাতায়
আলিঙ্গন করতে হয় দুঃখ কষ্টকে বারবার
দুঃখ কষ্ট আর নিশ্বাসের সাথে অবিরাম গতিতে
ধেয়ে চলে প্রেম
আগুনে পুড়ে অঙ্গার হলে প্রেমের স্বর্ণের মুকুট
ঠিক তখনই জিতে নেয় প্রেমিক
প্রেম কি সহজে আসে?
দুঃখ ব্যথা নিয়ে এগিয়ে যেতে হয় সম্মুখ পানে
সকল বাঁধা বিপত্তি ঝড় ঝঞ্চা উপেক্ষা করে
চোখের পাতা বন্ধ রেখে কি প্রেম পাওয়া যায়?
চোখের জলের ভাষাই তো ডাকপিয়নের মতো
খুঁজে বের করে প্রেমের ঠিকানা
তারপর এসে হাজির হয় প্রেম
প্রেমের অমরত্বের সন্ধান পায় প্রেমিক
পাষাণ হৃদয় তখন ভোরের একফোঁটা শিশির হ'য়ে
ধরা দেয় প্রেমিকের কাছে