ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে
মুখ থেকে নয়
মনের সাথে মন ছুয়েছে শতবর্ষ আগে
মুখ শরীর সবই নিঃসঙ্গ ট্রেনের গতির মতো
ছুটে চ'লেছে গন্তব্যে পৌঁছাবে ব'লে
অন্তহীন চিৎকার সমস্ত আকাশজুড়ে চিৎকার
ট্রেন শুধু চলছে চলবে
পৌঁছাতে পৌঁছাতে একেবারেই ক্লান্ত হয়ে পড়ে থাকবে
পড়ে থাকবে ট্রেন
একেবারে ই মাঝপথে পড়ে রবে
দিগন্তের কাছে পৌঁছাবে না ট্রেন আর কখনো
দেহ গেছে শরীর গেছে সবই চ'লে গেছে
দেহ থেকে
কিন্তু শুধু রয়ে গেছে মন চিরতরে
ফিরবে না দেহ আর মধুমতী পদ্মার চরে