রোজা এলো আবার ফিরে
বছর শেষে ভাই
নামাজ রোজা করবো আমরা
মাসটি ভরে তাই।


দোয়া দরুদ নামাজ রোজা
করবো পুরো মাস
দেখবেন বসে মহান আল্লাহ
লিখবেন ইতিহাস।


করবো সবাই দান খয়রাত
গরীব দুঃখীর তরে
দেবো সকল খাদ্য খাবার
হৃদয় তাদের ভরে।


ফকির মিসকিন আল্লাহর বান্দা
শুনবো সবার কথা
শুনবো সবার দুঃখ কথা
হৃদয়ে যতো ব্যথা।


সেহরি খেয়ে রাখবো রোজা
ইফতারি দিন শেষে
করবো সবাই একই সাথে
আনন্দে যাই ভেসে।


গরীব দুঃখী রোজাদাররা
ইফতার করার আগে
আসলে তারা দেবো খাবার
সবার আগে ভাগে।


এমনি করে মাসটা যাবে
আসবে শেষে ঈদ
ঈদের খুশী ঘরে ঘরে
গাইবে সবাই গীত।


কাপড় চোপড় টাকা পয়সা
মনের দোয়ার খুলে
বিলাবো ভাই সবার তরে
আসবে যে মোর কুলে।


রোজার মাসে আসুন সবাই
একটু হৃদয় খুলি
ধনী গরীব জাত পাত সবই
যাই না একটু ভুলি।


সারা বছর এমনি করে
চলতে যদি পারি
তবেই আমরা পারবো ঠিকই
করতে ঈমান ভারী।