মনে আছে তোমার?
তুমি আর আমি বসে গল্প করতাম
প্রতিদিন যেখানে
লাইব্রেরী চত্বরে ঘাসবনে ঘাস বিছানায় ভার্সিটিতে
আজও মনে পড়ে খুব
মনে পড়ে খুব তোমাকে


ঘাসের বিছানায় প্রতিদিনই ছুটে যেতাম তোমার টানে
তুমি আসতে আকাশের গাড়ো একমুঠো নীল গায়ে মেখে ঘাসেদের আহ্বানে নিমন্ত্রণে
অনানুষ্ঠানিক মধুময় নিমন্ত্রণে
কতোই না শিহরিত ও উদ্বেলিত থাকতাম আমরা
কতো মিষ্টিই না লাগতো তোমাকে


কতো গল্প ই না করতাম আমরা
গল্পের না ফোরানো পসরা ও ডালি
সাজিয়ে বসে যেতাম ঘাসবনে
হারিয়ে যেতাম গল্পের রূপসাগরে
রূপকথার রাজ্যে


সূর্যের আলোক রশ্মি ঝিমিয়ে পড়তো সাজের রক্তিম আভা
ছড়িয়ে
গোপনেই নিভে যেতো দিনের আলো
তবুও হতোনা যে শেষ গল্প আমাদের


মাঝে আকষ্মিক উৎপাত
ঘটিগরম বাদাম ভাজা তোমার প্রিয়
আইস ক্রিম ওয়ালাদের
হিড়িক ও ধুম পড়ে যেতো
তাদের উৎপাতে ক্রুদ্ধ তুমি বলে
উঠতে এই যাও তো পরে এসো


প্রকৃতি ঘাস বন পাখিদের সম্মিলনে
জায়গাটা ছিলো ভীষণ সুন্দর
আবহ ছিলো ভারী মিষ্টি


সবুজে ঘেরা সবুজের ছোঁয়া চড়ুই ঘুঘু পাখি ও কবুতরের আড্ডাখানা ও ছিলো আমাদের সেই প্রিয় প্রান্তর
তারাও বেছে নিয়েছিলো জায়গাটি
তারা খাবার সংগ্রহের আড়ালে প্রায় ই কান পেতে আমাদের গল্প শুনতো
মিটিমিটি হেসে হেসে আবার সরেও
যেতো সুযোগ করে দেবার জন্য


আমাদের সেই প্রিয় প্রাঙ্গণ এখন
সবুজহীন প্রান্তর নেই কোনো সবুজের ছোঁয়া ঘাসহীন প্রান্তর এখন
একটুও ঘাস নেই সেখানে


আছে শুধু গাছ সারি সারি কিছু পুলিশ আর কিছু মানুষ
প্রিয় প্রান্তর আজ শূন্যতা আর
হাহাকার ঘিরে ঠাই দাঁড়িয়ে আছে
নিষ্পলক চোখে পথপানে চেয়ে থাকে যদি দেখা হয় কভু আমাদের সনে


ঘাসের বিছানা আর নেই সেখানে
শোয়না এখন কোনো পাখি
ঘাসের বিছানা আর পাখির আধারের
প্রিয় প্রান্তর আজ কোথায় গেলো


করে না কেউ কোনো উঁকি বুকি
ঝরে যায় গাছের পাতারা নীরবে
রেখে যায় লক্ষ কোটি প্রশ্ন
হু হু করে কেঁদে ওঠে মন তাদের
পায় না উত্তর তার কোনো
বারবার মনে পড়ে প্রিয় লাইব্রেরী
চত্বর প্রিয় ঘাসের বিছানা প্রিয় ভার্সিটি আমার


ফিরে পাবো না ফেলে আসা জীবন
পাবো না হৃদয়ের গভীরে জমাকৃত আকুতি বিরহ প্রেম ভালোবাসা
হবে না কো ফেলে আসা সেই সব দিন গুলো আর ফিরে দেখা
কেমন আছো প্রিয়া আজ তুমি
এই কি ছিলো তবে কপালে মম লেখা