কষ্টই আমার চিরসাথী কষ্টই আমার জীবন
কষ্ট আমায় বেসেছে ভালো বাসবে আমরণ।
কষ্টের নীড়ে বসত আমার কষ্টই বারোমাস
কষ্টে আমার রাত কাটেনা দিন করে হাসপাস ।


কষ্টে আমার জীবন শুরু কষ্টেই আমার শেষ
কষ্টের মাঝে দিনগুলো সব কেটেইগেলো বেশ।
অক্ষি রাণী নীলা আমার গাছের পাতার মতো
পড়লো ঝরে গাছ তলাতে ছিড়ে সকল সুতো।


বুঝতো আমার নীলা শুধু আমার চোখের ভাষা
সে-ই আমার শেষ ঠিকানা সে-ই ভালোবাসা
দিন চলে যায় মাস চলে যায় বছর ও যায় ঘুরে
নীলা এখন কাজল গায়ে আসবে না আর ফিরে।


যে চলে যায় সে-ই ভালো বোঝে না কেউ আগে
চ'লে যাবার পরে সবাই ঠিকই শেষে ভোগে
স্বপ্ন ছিলো নীলার মনে বাঁধবে সুখের নীড়
কোথা থেকে বুকে হঠাৎ বিধলো বিষের তীর।