বাবা কান্দে মায়ে কান্দে পেটের জ্বালায় ঐ
ঘরেতে নেই খাবার আমার কেমন করে কই?
ঘরেতে নেই চাল আমার হাড়িতে নেই ভাত
বাচ্চারা যে কাঁনছে ক্ষুধায় কোথায় পাতবো হাত?

পাই যদিবা রিলিফ কিছু পাই সেটা খুব অল্প
দু'একটা বার খাবার পরে বাকীটা হয় গল্প।
পেটের জ্বালা বড়ো জ্বালা এমন জ্বালা নেইরে
শিশু কানছে ক্ষুধার জ্বালায় কেমনে খাবার দেইরে?

শিল্পপতি কোটিপতি এমন সময় কৈ?
শিশু কান্দে বাচ্চা কান্দে কেমনে ঘরে রই?
মন খুলে তুই আয় বেরিয়ে গরীব দুঃখীর জন্যে
হাত খুলে তুই দে ছড়িয়ে দেরে সবার জন্যে।

টাকার কুমীর টাকার পাহাড় একটু করো দয়া
পাহাড় থেকে খসলে পাথর কমবে নাযে কায়া।
থাকতে অঢেল টাকা কড়ি থাকতে সকল কিছু
তোমরা কেনো চুপ করে রও প'ড়ে সবাই পিছু?

দান করলে যায় না ক'মে দানে ই সব বাড়ে
শিল্পপতি দান করে দে যা আছে তোর ভাড়ে।
করোনার এই দুর্দিনে তাই হাত ঝেড়ে দে ভাই
নইলে মরবে গরীব দুঃখী বাঁচার উপায় নাই।