সুখ দুঃখ মিলেই জীবন শুধু-ই সুখের নয়
ভারসাম্য থাকে সেথায় বোদ্ধা জনে কয়।
দিন কাটে রাত কাটে বছর কাটে তেমনি
সুখে দুঃখে জীবন কাটে কাটে জীবন এমনি।

বিশের বিষে কাটলো বিশ ভাইরাস করোনার
আক্রমণে মারলো মানুষ মারলো বেশুমার।
দুঃখ কষ্ট বাড়লো মোদের বাড়লো হতাশা
কেড়ে নিলো শান্তি সুখ আর যা ছিলো আশা।

স্বজন হারা ব্যথায় আজ হৃদয় খানি নীল
প্রিয়জন হারিয়ে ঘরে আজ দিয়েছি খিল।
হারিয়েছি যাদের তারা চলেই ঠিক গ্যালো
মনোকষ্টের ব্যথা চিত্তে ঠিকই রয়ে গ্যালো।

মানুষ ভারী উৎকন্ঠা আর দুঃখ বেদনায়
বিশ্ব আজি নীরব ক্যানো মানব বেদনায়।
আগের যুগে অসুখ বিসুখ ছিলো আঞ্চলিক
সীমাবদ্ধ ছিলো সেটা ছিলো ই সঠিক।

বিশ্ব আজি পরিণত হয়েছে একটি দেশে
সুফল ও তার সাথে সাথে পাচ্ছি অবশেষে।
সেই সাথে রোগ আর শোক সারা বিশ্বে এক
বৈশ্বিক হয়ে পড়লো আজি দ্যাখ্ রে সবাই দ্যাখ।

পাঁচশো একাশি সালে প্লেগ রোগের থাবায়
উঠলো কেপে ইউরোপ শুধু অন্য কেহ নয়।
দশ কোটি লোক নিলো কেড়ে ভয়াবহ এ থাবা
দ্যাখলো চেয়ে অবাক বিশ্ব নির্বাক হয়ে আহা।

খুবই দুঃখের বছর গ্যালো দু' হাজার বিশ
ছড়িয়ে দিয়ে হতাশা আর আতঙ্কের ই শিস্।
ভয়ংকর এ রোগ থেকে বাঁচার জন্য সবাই
পালিয়ে গ্যাছে কাছ থেকে ঘেঁষাঘেঁষি নাই।

ছেড়ে গ্যাছে প্রেমিকাকে প্রেমিক দৌড়ে হায়
বাঁচাতে তার নিজের জীবন নিজের তরী বায়।
মা ছেড়েছে সন্তান কে আর সন্তান মা কে ছেড়ে
ভুলে গ্যাছে কাছে আসা বলছে দেরে ছেড়ে।

আলিঙ্গনের উষ্ণতা আর চুম্বনের ই যাদু
ছিলো না তো মেলামেশা ছিলো না রে দাদু।
এসে গ্যাছে ভ্যাকসিন আর নেই যে হতাশা
আবার হয়তো মুক্ত হবো এই যে প্রত্যাশা।

পরস্পরকে ভালোবেসে দায়িত্বশীল হয়ে
সবার দুঃখে এগিয়ে যাবো হৃদয় খুলে দিয়ে।
দু' হাজার একুশ হবে ভালো সবার জন্য
সংক্রমণ থামবে আবার বিশ্ব হবে ধন্য।

সচল হবে পৃথিবী আবার ফিরে পাবে গতি
মরবে ভাইরাস যথারীতি শিখবে মানুষ রীতি।
প্রেমিক এবার পালাবে না প্রেমিকাকে ফেলে
চেষ্টা কিছু করলে প্রেমিক যাবে সটান জেলে।

বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ

প্রকাশকালঃ
সময়ঃ ০০-০৩ মিনিট
তারিখ-
বাংলা# ১৭ পৌষ ১৪২৭
ইংরেজী# ০২-০১-২০২১