মনে আছে সীমান্ত?
তোমার সাথে দেখা হয়েছিল আমার
সে কবে? বলতে পারো?
হয়তো মনে আছে হয়তোবা নেই
তবুও দেখা হয়েছিল আমাদের
এটা তো একেবারেই ঠিক
সেদিন গোলাপের পাপড়ির ডালায় পরিনত হয়েছিল
আমার কোমল তুলতুলে হৃদয়
গোলাপের সুগন্ধিতে ভ'রে গিয়েছিল
আমাদের জমিন
কবে আমার সাথে দেখা হয়েছিল তোমার?
হযতো মনে আছে হয়তোবা নেই
তবুও দেখা হয়েছিল আমাদের
দেখা হয়েছিল বটেই


ছায়া সুনিবিড় লতাপাতায় জড়ানো
একটি  অসাধারণ কারুকার্যের বিল্ডিং
দাঁড়িয়ে ছিলো নির্জনে
শুধুই আমাদের জন্য
জীবন নিয়ে কত কথা কত স্মৃতি
আজও জড়িয়ে আছে হৃদয়ে আমার
আমাদের সুমধুর নির্জন দুপুরে
হানা দেয়নি ঘুঁটে কুড়ানি বেরসিক বুড়ী কোনো
ঘুঘু পাখির ডাক
নিরাপত্তার বেষ্টনী হ'য়ে ঢেকে দিয়েছিল
আমাদের চারপাশ পুরো এলাকা 


মনে আছে সীমান্ত?
তোমার আঙুলের কোমল স্পর্শে
বাঁধ ভেঙে বেরিয়ে আসতো গঙ্গা যমুনার জল
আর তুমি তখন পৃথিবীর শ্রেষ্ঠতম কবিতা হয়ে
আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়তে
আর আমি নিষ্পলক চোখে তাকিয়ে থাকতাম
তোমার দিকে
একেবারেই মরে যেতে ইচ্ছে হতো তখন আমার
হঠাৎ ঘুঘু পাখির গানে
ঘুম ভেঙে যেতো আমাদের