তোমার সাথে আর কখনো দেখা হবেনা আমার জানি
তাতে নেই কোনো অভিযোগ আমার
দহনে পুড়ে ভস্মীভূত হয়েছি
অনলে পুড়ে অঙ্গার হয়েছি
পুড়তে পুড়তে একেবারে ছাই হ'য়ে গেছি আমি
তোমার পলকহীন চোখের সামনে
নীরব নিস্তব্ধতার বেড়াজাল ভেঙে বেরিয়ে আসোনি তুমি
শীতের কুয়োর পানির মতো নীরব হয়ে
তাকিয়ে রইলে শুধু
তাতে নেই কোনো আফসোস
নেই কোনো অভিযোগ
একেবারেই নেই কোনো অভিযোগ আমার
হৃদয়ে রক্তক্ষরণের সানাই বাজিয়ে
রেলগাড়ীর টানা হুইসেলের মতো
বেঁচে রবো আমি এ নিষ্পাপ ধরনীতলে
তবুও আমি
টেনে নিয়ে যাবো জীবনের সমুদ্র তট অবধি
আমার জীবনকে একাকার করে
ধাই ধাই করে ফিরে তাকাবেনা সম্মুখ পানে আর কোনোদিন
শুধু এটুকুই জানি
ঝরে গেছে ফুল ভেঙে গেছে ডাল
দেখা হবেনা হবেনা আর কোনো কাল
আর কোনোদিন
আর কোনোদিন এ পৃথিবীর পর