এ সমাজে হরেক রকম চোর আছে তা জানি
চুরি করে পেটের জন্য পেশার তরে ও মানি।
এমনি করে চলে সবাই করার কিছুই নাই
পড়লে ধরা চোরের কিন্তু শাস্তি হওয়া চাই।

চুরির জন্য ঢুকলো চোর চুপি চুপি ঘরে
লোভ হলো তার এসি দেখে মাথা যে তার ঘোরে।
গভীর রাতে ছাড়লো এসি ঠান্ডা বাতাস পেয়ে
আরাম করে ঘুম দিলো সে আসলো না কেউ ধেয়ে।

এমনি করে ভোর হলো তার রাতে ভালো ঘুম
হঠাৎ করে নাড়লো কড়া কোন্ সে বেটা তুম।
রুমটি ছিলো মেয়ের আহা ছিলো না সে বাড়ি
ভাবলো বেটা এমন সুযোগ কেমন করে ছাড়ি।

মনের মতো ঘুম দিলো সে ডাকলো সাথে নাক
দেখলো মালিক সকাল বেলা দেখেই হতোবাক।
ধপাস ধপাস পড়লো বাড়ি পড়লো চোরের পিঠে
মারির চোটে বললো বেটা লাগলো বেজায় মিঠে।

চুরি করতে এসেছিলাম বললো বেটা চোর
এসি ছেড়ে ঘুমিয়ে পড়লাম দোষটা কিসের মোর।
চুরির সময় ঘুমিয়ে পড়ে শুনছো তোমরা কেউ
এমন সময় কিছু না হোক বিড়াল ডাকে মেউ।

সবশেষে আসলো পুলিশ পরালো হাতকড়া
গাড়ি করে ছুটলো পুলিশ থানার দিকে ত্বরা।
মার খেয়ে ও চোর বেটা বললো হেসে হেসে
এসি ছেড়ে ঘুম দিয়েছি ঘুমকে ভালোবেসে।

গড়লো বেটা ইতিহাস এক চুরি করতে এসে
চুরির ঘরে ঘুম দেবে কেউ সাহস কারো আছে।
এ পৃথিবীর সেরা চোরের খেতাব পেলো বেটা
খালাস পেলো মামলা থেকে চুকলো সকল ল্যাঠা।

জেল থেকে বের হয়ে সে বললো সবাই শোনো
সারাজীবন করলাম চুরি ভাত জোটে না জানো।
এসির মধ্যে ঘুম দেবো সুযোগ যখন পেলাম
আইন কানুন শাস্তির কথা সবই ভুলে গেলাম।

জানতাম আমি পড়বো ধরা শাস্তি হবে খুব
চুরি না করে দিলাম শেষে এসির মধ্যে ডুব।