একটা মনে একক ধ্যানে
              বাসর সাজায় ক'জন?
দেখতে পাবে আপন মনে
                 নাচতে থাকে স্বজন।


মন মানে না মনের বাঁধন
                 চক্ষু যখন খোলা
মনের মতো কাউকে পেলে
                যায়কি তাকে ভোলা?


মনের সাথে মন জড়িয়ে
                     বাঁধে সুখের ঘর
চোখের পলক চোখের ভাষায়
                 কেউবা আপন পর।


সুতো দিয়ে মন বাঁধলেও
               ছিড়বে সুতোর তাঁর
মন ঢুকে যায় মনের মাঝে
                থাকতে মনোহর।