আজীবন প্রেমে পড়ে মানুষ
গোলাপের সুঘ্রানে কেপে ওঠে  মানব হৃদয়
আনন্দে দুলে ওঠে মন
উদ্বেলিত হয় আনন্দে প্রতিটি ক্ষণ
পথে প্রান্তরে যাত্রাপথে লক্ষ লক্ষ মানুষের সাথে দেখা হয় মানুষের
এরই মাঝেই মনশ্চক্ষু খুঁজে নেয় মনের মানুষ
ঢুকে যায় নৌবন্দরে চলতে থাকে তরী আজীবন ধীরলয়ে
আপন গতিতে
একবার প্রেমে পড়ে না মানুষ
প্রেমে পড়ে মানুষ বারবার হাজার বার 
চোখ ও মন কোনো করদ রাজাকে দেয়না করদ 
কখনো
আপন গতিতে প্রবাহিত হয় মনশ্চক্ষু
যখনই গোলাপের রজনীগন্ধার সুঘ্রাণে ভ'রে ওঠে মন কারো
তখনই সে তুলে নেয় হাতে গোলাপ আর রজনীগন্ধার পাপড়ি
সুঘ্রাণে মুগ্ধ হয় মোহিত হয় তার হৃদয়
আজীবন প্রেম করে মানুষ প্রেম করে মানুষ আজীবন
এখানে প্রেমিক প্রেমিকার ওপর নেই কোনো নিয়ন্ত্রণ কারো
তাদের নিজের ওপরেও নিজেদের নেই কোনো নিয়ন্ত্রণ 
কখন যে কে কিভাবে কার সাথে প্রেমে পড়ে যায়
তার নেই কোনো পাটিগণিত বীজগণিত জ্যামিতি বা অন্য কোনো ফরমুলা
নেই কোনো সমীকরণ তার
প্রথম দর্শনে মানব হৃদয়ে গড়ে ওঠে প্রেমের ঘরবাড়ি
প্রেম ভালোবাসা সব সময় আপনা থেকেই জাগরিত হয় মনে
না যায় চাপিয়ে দেয়া না যায় তাড়িয়ে দেয়া
চুম্বকের মত একটা মন আর একটা মন কে টেনে ধরে
আটকে রাখে
এটাই বিধাতার অমোঘ বিধান
মন ও চোখ সমান গতিতে কাজ করে যায় আপন মনে
একবার নয় হাজার বার প্রেমে পড়ে মানুষ
মানুষ প্রেমে পড়ে বারবার
চোখ আর মনের জন্যই প্রেমে পড়ে মানুষ
অসংখ্য বার প্রেমের খাতায় নাম লিপিবদ্ধ করে মানুষ
যতদিন সে বেঁচে থাকে সুন্দর এ পৃথিবীতে