একদিন ভুলে যাবে ঠিকই আমি জানি
পুরাতন সেই স্মৃতি আরও বেশি পুরনো হবে
তা-ও আমি মানি
তবুও আস্থা বিশ্বাসের তরী বেয়ে থেকে যাবো আমি
ঠিকই আমি রয়ে যাবো শুধু ই তোমার তরে
এতোটাই জানি
কাঠাল কাঠের দরোজাতে ধরবে না ঘুন
পড়বে না ঝরে তা ঝুরঝুর ক'রে
সেটাও আমি মানি
যে বীজ করেছিলে বপন একদিন ভালোবেসে
সতেজ সজীবতায় ভ'রে রবে সে গাছ চিরকাল
মরবে না মরবে না কোনো কালে অবশেষে
হয়তো বা সময় হবে না তোমার এতোটুকু আমাকে দেবার
তবুও মনে রেখো প্রিয়া
আছি আমি তোমার সাথে তোমার কাছে
সব সময়
গোলাপের পাপড়ি হাতে নিয়া