আমি কে?
কি ছিল আমার?
অজানা সেই মন
আজিকের কবি; লেখছি কবিতা।

এক সময় জীবন বাঁচাতে শিশু মনটি চিন্তিত
সেই শিশুটিই আজকের বিশেষ ব‍্যক্তিত্ব!
পড়া-লেখায় অবহেলিত অর্থ ছিল না তেমন
অর্থাভাবে হতে চলেছিল শিক্ষার জীবন অন্ধ।

পাশে রাখিনি কখনও পিতা-মাতা-আপন জনা
কারণ মন মাঝে একটিই জাগ্রত ছিল না পাশে’
কোন কারণ ছিল না জানা শিশু মানুষ অচেনা
ঐ’সকল লোক সত‍্য ছিল আপন হলেও অচেনা।

সেই অনুশাসন মনটি বলেছিল আমিই আমার
এতোটাই আপন করতে হবে নিজ চাওয়া মন।
কোন পরধন লোভ নয়; লোভ হবে নিজ জানা
চেনা চিনতে হবে আপন মনটিতে চমৎকার সম।

শুধু সংগ্রাম আর সংগ্রামের পথ চলা এক অদম‍্য
একান্তই ব‍্যক্তিগত অজানাতে প্রত‍্যয়ী মনো বলেই’
আমার অদম‍্য উদ‍্যোগী পথের সন্ধ‍্যান খোঁজা যেন
আত্মবিশ্বাস জাগতে লাগলো সমস্ত বাঁধা বিঘ্নতার।

সেই লোকটি এক সময় হয়ে পড়ি বিধাতার দয়ায়
শিক্ষা-দীক্ষায়-চাকুরী-বাকুরী-কবিতা-কাব‍্য-প্রকাশ।
সুন্দর পরিবেশ লাভ ধন‍্যতা অসাধারণ জীবন মান
বিধাতা দেন যেন সেই সফলতা মুগ্ধতায় স্নিগ্ধতায়।

সত‍্য-নিষ্ঠা জীবন গড়তে জানলে দেন বিধাতা ঠিক
যা না পাওনা তার চেয়েও বেশি এ’জগৎ সংসার
তাই তো আজ ভাবতে অবাক লাগে; কতটা সুখী
অনাবিল সুখ অর্থ সম্পদ মান নাম জস সর্বোত্রে।
*******************************
বাণী: মানুষ যার যার জীবন একান্তই নিজের।এই জীবনটি গড়তে সঠিক ও সত‍্য-নিষ্ঠের কর্মঠ জীবনের কোনই বিকল্প নেই। আর সেই সকল শ্রম জীবি মানুষদের জীবনই প্রকৃত সফল জীবন মান মানুষ।