ঢাকা যেন এক অজানা শহর ঘেরা
পুরান ঢাকায় এতো ওলি গলি!
ঐ'সেই পুরাতন ঢাকা শহর পরিচিত
পুরান ঢাকার নাম করা ঐ'তির্য‍্য!


যা ভুলে থাকা মানে অজ্ঞতা মাত্রই
পুরান ঢাকার পথ বেয়ে আজিকে'
পুরা ঢাকা শহর বসতি বেড়ে চলছে
চুল পরিমাণ ফাঁকা রাখছে না।


কোথায় কোন স্মৃতি সংরক্ষিত হচ্ছে
সহজ পথ নয় সাধারণে চিনবে।
অজানাতেই আমি আঁগারগাঁও যেতেই
চোখ মেলে দেখতে পেলাম ঐ'


মুক্তি যোদ্ধা যাদুঘর খুব সুন্দর কারুকার্য
শোভায় দৃষ্টি নন্দিত আর্কিটেক্ট'
ডিজাইনে ইট-পাথরে বেশ গাঁথুনী আকর্ষণ
লোভ সামলাতে পারলাম কবি।


প্রবেশ উদ্দ‍েশ‍্য টিকিট কাউন্টার সাক্ষাৎকার
প্রবেশ মূল‍্য পঞ্চাশ টাকা বেশ!
কাউন্টার মাস্টারকে বলি শুনুন ভাই কবিও
মুক্তিযোদ্ধা স্মৃতি দেখা ফি লাগে?


বলেন আমরা তো মাত্র হুকুম কর্মকর্তা যে
কবিদের ফি মৌকুফ অফিস পারে।
আপনি নীচতলায় অফিসে যেতে হবে কবি
তাই বুঝি দেন না একটি টিকিট।


ফি মৌকুফ লাগবে না ভাই শোনেন সকল
কবিরা দেশের দেশমাতৃকার গর্ব!
কবিরা নিজ পকেটের অর্থ দ্বারা দেশাত্মবোধ
মন প্রাণ গেঁথে কলম সৈনিক হন।


অনেক স্মৃতির কথা দেশের কথা দেশ প্রেম
মুক্তি যুদ্ধের স্ত্রৃতির কথা লেখেন;
ভাষা আন্দোলন ভাষা সৈনিকদের শক্তকথা
লিখে বাংলার প্রতিটি সন্তান দীক্ষা!


জাগ্রত জাতির অনন‍্য শোভায় শোভিত করেন
জন্ম থেকে জন্মান্তর প্রতিপালনীয়।
আর সেই কবিদের জন‍্য প্রবেশ ফি হায়'রে কবি
মর্যাদা দেশ কোথা কি নিয়ম রয়?


ধন‍্যবাদ ভাই নেন টাকা দেন টিকিট ফান মাত্র
একটি দেশ স্বাধীনতা লাভে রক্ত!
কত রক্ত বিনিময় অর্জিত হয় স্বাধীনতা এ'দেশ
মুক্তিযোদ্ধা স্মরণ যুদ্ধ নয় শান্তি।
****************************
বাণী: মর্যাদা তো সেই তারাই দিতে জানে। যে সকল মানুষেরা নিজকে যখন মর্যাদা দিতে পারে। আর  সেই সকল মানুষেরা যোগ‍্যবান মর্যাদা দেন।