এক জন কবি যখন কবিতা লেখেন তখন তার মন এবং প্রাণ সবিনয় নিবেদন জানায়  বিধাতার দরবারে। বিধাতার একমাত্র অফুরন্ত কৃপায় অনুপ্রাণিত হয়ে শুরু হয়, সে কি যে এক কলমের তুলি'র কাব্য লেখনি। পঠিত জ্ঞান যতটুকুই থাকুক না কেন কাব্য লেখার জ্ঞান সে ঠিকই পেয়ে যায়। প্রাণ দিতে পারে ছন্দে হয় শৈপ্লিক কবি। শ্রদ্ধা জানাই সকল কবিজী দিগকে।