আমাকে ভুলতে গিয়ে-
তুমি "ভুল" বানান লিখতে ভুল করে "ভূল"
লিখে
ফেলবে তোমার নার্সারি পড়ুয়া ছেলের
হোমওয়ার্কের খাতায়
আমাকে ভুলতে গিয়ে-
চন্দ্রমল্লিকা ভেবে
তুলে আনবে একটি কালো-গোলাপের
শোকাবহ যতিচিহ্ন
আমাকে ভুলতে গিয়ে- তোমার ভুল হয়ে যাবে দশদিক


আমাকে ভুলতে গিয়ে-
চতুর্থ রাকাতে সালাম ফিরাতে ভুলে গিয়ে
তুমি
সটান দাঁড়িয়ে পড়বে পুনঃর্বার
ভুল বাসে উঠে
পৌঁছে যাবে কলেজ মোড়ের বকুলতলায়
আমাকে ভুলতে গিয়ে-
রাতে তুমি ভুলে যাবে ইমার্জেন্সি পিল
খেতে
লিফট ভেবে বিরতিহীন চাপতে থাকবে
অন্ধকারের বোতাম
দেয়াল ভেবে বাতাসে হেলান দিতে গিয়ে
ছিটকে
বেড়িয়ে পড়বে কিছু মর্মঘাতী স্মৃতিপিণ্ড
আমাকে ভুলতে গিয়ে-
চুম্বকখণ্ডের মতো
মোহাবিষ্ট হয়ে দরজা খুলেই দেখবে
মুখস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তোমার একঘেয়ে দিনপঞ্জী


আমাকে ভুলতে গিয়ে-
তোমার সাবকন্সাস মাইন্ড হ্যান্ডব্যাগে
ডুকিয়ে নেবে
স্টেইনলেস স্টিলের নির্ভুল ছুরি
তোমার ঘুমেরা
অবিশ্রাম আবৃত্তি করতে থাকবে "মেঘদূত"
খোপা থেকে ছিটকে পড়বে
কাঁটা
বাম বাহুর কাছে
ব্লাউজ আর বক্ষবন্ধনীকে আটকাতে গিয়ে
তোমার তর্জনীতে
ফুটে যাবে সুক্ষ্ণ সেফটিপিনের ডগা
আমাক ভুলতে গিয়ে-
তুমি একদৃষ্টিতে তাকিয়ে থাকবে বিগত
বিকেলের মণি-পদ্মের দিকে
আমাকে ভুলতে গিয়ে-
শুক্রবারের বাজারের ফর্দে
ভুল করে লিখে ফেলবে "যাও পাখি বলো তারে!"


আর আমাকে ভুলতে ভুলতে-
একটা মস্ত ভুল অক্টোপাসের মতো তোমাকে জাপটে ধরবে আষ্টেপৃষ্ঠে


>>>>>>>>>>>>>>>>>>>ঝালকাঠী।
>>>>>>>>>>> ৩০/০৭/১৫ খ্রিঃ।।