আমার মতো
কে আছে আর এমন কাঙাল
কে বলো আর এমন করে
জোস্না রাতে
ঘাসের মতো খুন হতে চায়
আর কে
এমন তারার হাটে চোখ দু'টোকে
খুইয়ে আসে
এমন কাঙাল
আমার মতো হন্যে হয়ে কে ছুটেছে ছায়ার পিছু


আমার মতো
কে আছে আর এমন কাঙাল
ত্রিকাল জুড়ে
কার বেঁধেছে ছায়ার ব্যামো এমনি করে
কার পুড়েছে
চোখের মণি জলের ঘায়ে
কাহার
ঘামের ধান খেয়েছে সাধের
পোষা বুলবুলিতে
আমার মতো
আর কে বলো এমন করে দুঃখ-গীতি
গাইতে পারে
আর কে এমন চাঁদের আঘাত
আমার মতো
নিবিড় করে সইতে পারে
আমার মতো
জন্মাবধি সুখের সাথে কাহার বলো
প্যাঁচ লেগেছে
এমন করে কার লেগেছে শনির দশা
কে আছে আর
এমন কাঙাল
আমার মতো এমন করে কে পুড়েছে রাহুর ফেরে


আমার মতো
কে বলো আর এমন করে কাঙাল কাঙাল খেলতে পারে


## ঝালকাঠী।
০৪/০৬/১৫খ্রিঃ।।