একটা কবিতা লিখবো
হাতে কলম
মনের কথা গুলো
লিখবো বলে
সবগুলো কথা
মনে জ্যাম করছে ।
দেব উপড়িয়ে
কিন্তু এতো ছোট পথ
আঁটকে গেল সব ।
কিন্তু , আমি লিখবই
যতই যাক আঁটকে
দু চাকার যানের মতো
হোক সেটা ছোট
বড় যানে চাঁপায় পড়ে
যতই যাক বেঁকে ।


আরে ঐ তো একটা কথা
বেরুবে বেরুবে করছে
কিন্তু হালকা করে যুলছে
একটু ভয় পাচ্ছে
পাছে , যায় ভেঙে
সবাই ফেল যেনে ?
যাক না যেনে
তবু আমি লেখবই ।


লেখবো মনের কথা
কলমের কালি দিয়ে
মুকুট টা মাথায় দিয়ে
আজ হলাম রাজা ,
আমার পাশে রাণী বসা
তার ছোট ছোট চোখ
গালে লজ্জার ছোয়া
দুটি গোলাপি কোষ
বসে আছে
রঙে ভরা নয়
সাদা কালো সিংহিসানে
আসন রঙিন করে ।
আমার দৃষ্টিতে চোখ রেখে
মনের কথা বলছে ।
আহ্ ! মনের কথা
সে কথা কী শেষ করা যায়
আজকে থাক্
চোখে ঘুম আয়
চল ঘুমাই ।।