ছোট্ট বেলা থেকেই ছিল
আমাদের আত্মার বন্ধন,
তোমাকে হারিয়ে আজও খুঁজি
আমার সেই প্রিয়জন।
একই বৃন্তে দুইটি পুষ্প
ফুটেছিল বৃক্ষ শাখে,
তুমি বন্ধু ছিলে আমার
হৃদয়ের চোরা বাঁকে।
কতনা মধুর স্মৃতিময় ক্ষণ
ভুলিতে নাহি পারি,
সেই'যে বন্ধু দিলে আমায়
জনমের তরে আড়ি।
কতজন এলো কতজন গেল
হানিফ কোথাও নাই,
তোমার মত বন্ধু বলো
কোথায় গেলে পাই?
বিদায়ের ক্ষণে বন্ধু আমি
ছিলাম যে পাশাপাশি,
চোখ ছলছল তোমায় বিহনে
আজও আমি ভালবাসি।
কাঁদে এ'মন কাঁদে প্রিয়জন
তুমি'যে ছিলে মহান,
দয়াময় খোদা বন্ধুকে আমার
বেহেশতে দিও স্থান।
# # আমার জীবনের শ্রেষ্ট বন্ধু/ভাই আমার সমবয়সী হানিফ মাহমুদ মাত্র ১৬ বছর বয়সে এ জগতের মায়া ত্যাগ করে চলে গেছে না ফেরার দেশে। আমি আমার জীবনে ওর মত একজন সৎ, আদর্শবান, সুন্দর মনের বন্ধু/ভাইকে হারিয়ে আজও শোকাহত। হানিফের মত একজন বন্ধু আমি হয়তো আর পাব না। মহান রাব্বুল আলামিন এর নিকট প্রার্থনা করি, হানিফ যেখানেই থাকুক, আল্লাহ যেন ওকে হেফাজতে রাখেন এবং বেহেশতবাসী করেন। # #
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৯ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ/১৪ রজব ১৪৩৯ হিজরী/২ এপ্রিল ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com