আজ চৌঠা ফেব্রুয়ারী
ভুলবার নাহি পারি,
বাবা তুমি দিলে মোদের
জনমের তরে আড়ি।

শত সাধনায় কত মায়াডোরে
বাঁধলে আপন ঘর,
কতনা স্বপ্ন অকালে ঝরায়ে
তুমিই হলে পর।

তোমারি কাননে পঞ্চ পুস্প
মঞ্জুরী দোলা ভোরে,
কেনবা গেলে অমোঘ বিধিতে
মায়াজাল ছিন্ন করে।

কাননের সেই কৃষানী এখনও
চাতক তাকিয়া রয়,
শত ব্যথিত মনক্লেশ বয়ে
তোমারই অপেক্ষায়।

ঘড়ির কাটায় দিন মাস আর
সেকেন্ড মিনিট যত,
তব চোখজল লুকায়ে মননে
তোমারই অপেক্ষারত।

শত অভিমানে এখানে ওখানে
দুস্তর পারাপার,
নাহি মুখ হেথা কেবলি শ্মশান
বিমর্ষ দূর্বার।

জঞ্জাল যত সরায়েছি তত
কেবলি তোমাকে স্মরি,
এপারে না হোক নাওনা ওপারে
তোমারই আপন করি।

তোমারই কাছে করি মিনতি
হে রহিম রহমান,
পূণ্য যত এ অধমেতে দাও
বাবাতেই বহমান।

# # (৪ঠা ফেব্রুয়ারী, ১৯৯৪ইং আমাদের বাবা আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। এখনো তাকে খুব মিস করি।
সকল কবিবন্ধুর নিকট বিনীত প্রার্থনা আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা বাবাকে যেন জান্নাতবাসী করেন।) # #
- আমার অগোচরে কারো ইমোশনে আঘাত প্রাপ্ত হলে আমি আন্তরিকভাবে দুঃখিত।