ভাল আছি, বলুক- ভাল আছি


জাহিদ হোসেন রনজু
------------------------------®


এখন যখন          কাউকে প্রশ্ন করি-
কেমন আছেন?     কেমন আছো তুমি?
মনটা আমার        চায় যে শুনতে তখন
'ভাল আছি',         বলুক- 'ভাল আছি'।


কিন্তু যখন           ওপার থেকে আসে
দুঃখ ভরা            উড়ো কষ্টের চিঠি,
ইচ্ছে করে           ডাকপিয়নের হাতে
ধরিয়ে দেই          আমার ভাল সবই।


দেখি দুখের          জলের স্রোতে ভেসে
দিচ্ছে নিজের        মনই সাগর পাড়ি।
একটুখানি            স্বস্তি পাওয়ার আশায়
চোখ শুধু চায়        অনন্ত নীলিমায়।


কালো কালো        মেঘের ছায়া আঁকা
আমার কাছের       চেনা সকল মুখে।
আতংক আর         ভয়ের তুলির ছোঁয়ায়
মুখগুলো সব         খণ্ড খণ্ড রাতি।


রোজনামচা          লিখছি যদিও রোজ
যোগ-বিয়োগের     পাতায় বিয়োগ শুধু।
হয় না আমার       নতুন কারো সাথে
নতুন করে           এখন পরিচিতি।


এমন করে          নীল বেদনার জলে
ভাসবে নাকি        জীবন তরীখানি?
নাকি নতুন          ভোরের আলো পেয়ে
হৃদয় আবার        বলবে- 'ভাল আছি'?


------------------------------
১৯ মে ২০২১, মিরপুর, ঢাকা।