বর্তন


জাহিদ হোসেন রনজু
------------------®


কাজ নেই, কাম নেই
নেই কোন বর্তন,            [ বর্তন=জীবিকা ]
ক্ষুধাতুর দিনমান
খালি মোর বর্তন।           [ বর্তন=বাসন ]


ঘর নেই, বাড়ি নেই
নেই আজ বর্তন,            [ বর্তন=স্থিতি ]
টাকা নেই, কড়ি নেই
করি গৃহ বর্তন।              [ বর্তন=স্থাপন ]


লোকজন হররোজ
করে যায় বর্তন,             [ বর্তন=পীড়ন ]
মনে জাগে রাগ, ক্ষোভ
করি সব বর্তন।              [ বর্তন=চূর্ণন ]


-----------------------
১৫ অক্টোবর, মিরপুর, ঢাকা