"""'''''''''''''''
            (কথোপকথন)
                 বৈপরীত্য
       -জাহিদ হোসেন রনজু।
-----------------------------------------®


- একটি প্রেমের গল্প বলি।


- গল্প? নাকি সত্যি কোন ঘটনাবলি?


- সত্যি প্রেমই, বিরহিণী।


- আচ্ছা যা হোক বলো সে কাহিনী।


- একটি মেয়ে
  টুকটুকে লাল.........


- লাল কি সেটা?
  বলছো যেটা।


- আচ্ছা না হয় হলুদ বরণ
  রূপ যেন তার চাঁদের কিরণ।


- ঠিক বলছো?
  নাকি একটু রং দিচ্ছো?
  যা হোক সেটা মন্দ নয়।
  গল্প একটু রঙিনই হয়।
  এবার বলো গল্প তোমার।
  লাগছে এখনও ভালই আমার।


- একটি মেয়ে
  টুকটুকে লাল.........


- হায় রে কপাল!
  আবার সে লাল?


- ধূত্তরি ছাই।
  বলবো না যাই।
  কথার মাঝে বা হাত ঢুকাও
  কাজের মাঝে গোল যে পাকাও।
  লাল যদি হয় দোষ কি তাতে
  ঢালছো পানি গরম ভাতে।
  কিছু করার মুরদ তো নাই
  অন্যের কাজে দোষ ধরা চাই।


- আহা রে আমার করিৎকর্মা
  হাঁচি দিতে যায় সুদূর বর্মা।
  আসলের চেয়ে প্যাঁচাল বেশী
  শুধু শুধু প্যাঁচায় রশি।
  কিছু লোকের স্বভাব এটা
  ঝিমিয়ে ঝিমিয়ে জাবরকাটা।
  যাই চলে যাই
  খালি খালি ঘুমের কামাই।
  রইল তোমার গল্প ভেজাল-
  "একটি মেয়ে, টুকটুকে লাল"।


( ০৯.১০.২০১৬, সোনারগাঁও, নারায়ণগঞ্জ)