মহামানব অমৃত ফাগুন,,
যদি চাহ নিয়ে যাও,,
দিব লুটাইয়া তাহার দিগুণ।
পিপাসা সকল মিটিয়ে নাও।
এ জগতের মায়ামহ,,
আছে যত সুখমোহ।


এই ভুল রঙ্গমঞ্চে কে কাহার,,
দর্শক দেখে রঙ্গ বসে নাট্যশালার।।
নাট্যকার নাহি লিখে কিছু ভুল,,
নির্দিশায় মানবখেলা দিয়া আঙুল।।
জনজীবন আছে তার অদ্ভুত সংকটে,,
পারিবে কি সে উত্তরিতে ভুবনো তটে।।



ভালোবাসা নাই দিলে নাই পাবার আশা,,,
জাতিতে বীর মোরা-নাহি করি পরোভরসা।।
আসিবে সুদিন যেদিন দেখিব তাহারে,
ভালবাসি বলিব শিমুল তলায় সেই সু-প্রহরে।।