যখন ছিলে তুমি এ মনের আঙিনায়,
মনে হয় ছিলাম আমি সর্গের জানালায়।
যখন আসলে জীবনে আরো কাছে,,
বুঝেছি জীবনের প্রকৃত মানে।
যখন অনুভুত হলো জীবনের শুন্যতা,,,
বুঝলাম সেদিন সবি ছিল কল্পনা।
বার বার ভোলার চেষ্টা করেছে আমায় বাকশুন্য,
বুঝেছি সেদিন তুমি ছিলে অমুল্য।
হয়নি উচিত আমার ফিরিতে তোমার মুখ,,
আজ তায় ভুগছে আমারি তরুন বুক।
আবারো এক বার যদি দেখা হয় বালিকারে,,,
রেখে দিব তোরে মনের গোপন ঘরে।
যদিও জীবন থেমে থাকার নয়,,,
তবুও তোকে এই মন ভুলে থাকার নয়।