'কবিতা কাকে বলে?'
কবিদের জন্য খুব সম্ভবত একটি স্বাভাবিক প্রশ্ন হল এটি। কিন্ত এর উত্তর কোন নির্দিষ্ট অথবা একই রকম নয়। কবিতাকে অনেকেই অনেক ভাবেই সংজ্ঞায়িত করেছেন। তাঁরা সকলেই জ্ঞানী এবং গুণী। আমরা অনেকেই তাদের দেয়া কবিতার সংজ্ঞা গুলোও জানি হয়ত, বলা যায় একেবারে মনে গাঁথা।। এই আসরেও তেমন অনেক গুণী লেখক ও আছেন বটে। কিন্তু নতুনের সংখ্যাও কিন্তু কম নয়।


আমার খুব মনে চায় আমার মতো যারা নতুন আছেন তাদের কবিতা সম্পর্কে ধ্যান ধারনা কিংবা অভিমত কি? তাঁরা কিভাবে কবিতাকে সংজ্ঞায়িত করেন। তো নতুন যারা আছেন প্রস্তুত হয়ে যান কবিতার একটি সংজ্ঞা দেয়ার জন্য (অন্তত আপনার নিজের মতো করে)।


আমি আমার মতো করে একটা সংজ্ঞা তৈরি করেছি...


         'বাস্তব বা কল্পজগতের যে কোন নিগূঢ় অথবা যতসামান্য বিষয়ে কবি মনে জাগ্রত তাৎক্ষণিক ভাবের পুর্ণাঙ্গ কিংবা সংক্ষিপ্ত শৈল্পিক প্রকাশই হল কবিতা"।


এখন আপনারটা জানতে চাই... :) হয়ত আপনার থেকেও এমন একটি সংজ্ঞা বেড়িয়ে আসতে পারে যা আমি কোনদিন ভুলবো না।।