আমি কবিতা,
খাতায় লেখা হাবিজাবি শব্দের মিছিল আমি নই,
কবির উচ্চ কল্পনার নিম্ন বাস্তবতাও আমি নই
আমি কবিতা, এটাই আমার পরিচয়।


কল্পবিলাসীর কাছে আমি কবিতার মত সুন্দর কিনা জানিনা
বাঁধাধরা নিয়মের লেজধরা ক্রমেও আমি চলি না,
আপন খেয়ালে উচ্ছ্বসিত, ভালো লাগার ঢেউয়ে উদ্বেলিত
পরাধীন পৃথিবীর ফাঁকে ফোঁকরে গড়েছি আপন স্বাধিনতা।
কবি তুমি পরাধীন, বন্দী তোমার কবিতা খাতায় আর মাথায়
আমি মুক্ত, আমি সতেজ, ভোরের শিশিরে ভেজা কচি পাতা
আমি কবিতা।


আমায় আবিষ্কারে মত্ত, জ্ঞানী গুণী আর ধ্যানী কত্ত
কলম খুঁটে লিখল কবিতা, শত পৃষ্ঠার সাহিত্য
অধরা বলেছে সবাই, বৃথা গবেষণা যত্ত।
আরে একটু থামো, কল্পনা হতে বেড়িয়ে সমুখে খোল আখি পাতা
শব্দ জালের, জীবনের অন্তরালের বুলি আমি নই
সতেজ প্রাণবন্ত আর তোমারি মতই রক্ত-মাংসে গড়া
আমিও এক মানুষ, কিংবা নারী; শুধু পরিচয়টা-
‘আমি কবিতা’।।



সস্তাপুর, নারায়ণগঞ্জ।
২৯ ফাল্গুন, ১৪২০ বাংলা। ১৩ মার্চ, ২০১৪ ঈসায়ী।