বিধাতা খেলছে জীবন নিয়ে
তুমি খেলেছো ভালোবাসা নিয়ে
দোষ কারো নয়, দোষ আমার ললাটের।


আমার চোখের জলের বন্যা
বিধাতার অট্ট হাসি
তোমার অভিনয়ের দক্ষতা
এক সুতায় বাধা একটি কবিতা।


বাবার এক ফোটা দুষিত রক্ত
মায়ের ন’মাসের সুরক্ষিত গর্ভ
একদিন জীবনের যে আলো দেখেছিলো
আজ তুমি তা আঁধারে ঢেকে দিয়েছো।


জীবন গ্রন্থের পঙ্কতি গুলো
বিধাতার সৃষ্টির খেলা হয়তো
তোমায় লিখতে দিয়েছিলাম আমার কাব্য
তুমি লিখেছো স্বার্থপরতার গল্প।


জীবন নামের খেলাঘরে হারিনি আমি
প্রশ্ন করে দেখো, হেরেছো তুমি
সুখী আমি নাইবা হলাম, দুঃখী নই আমি
ভালোবেসেছি আমি, ভালোবাসতে জানি।