জীবন বোধের অস্তিত্ব ফেরি করে বেড়াই আমি.
কার অস্তিত্ব? আমার ? না।
সেতো, সেদিন নিশ্বেষিত হয়েছে
যেদিন সবকিছু ভুলুন্ঠিত করে
সে চলে গেছে....


নিজের অস্তিত্ব হারিয়ে আমি
তার অস্তিত্ব খুঁজে ফিরি।
বিরাট পৃথিবী, দিগন্ত জোড়া আকাশ
নিঃসঙ্গ আমি, একাকি পথ চলি
ভুলে যেতে চাই, ভুলিতে না পাই...


আমার আমিত্বকে বিলিন করে,
ভালোবাসার পদ্ম সাজিয়ে
ডেকেছিলাম তারে আমার নীড়ে
এসেছিলো সে, সবকিছু কেড়ে নিতে
নিয়েছে স্বপ্ন, নিয়েছে আকাশ
দিয়ে গেছে নোনা জ্বলের স্বাদ...


আমি সাদা ক্যানভাস, রং নেই তুলিতে
নেই আলো আমার পৃথিবীতে।
আসে না শিল্পী, আঁকে না ছবি
এখনও তার স্পন্দন বাজে বুকেতে
এ স্পন্দন থামবে সেদিন
সব খেলা সাঙ্গ হবে যেদিন...