মৃত্যু হাতছানি দিয়ে ডেকেছিলো সেদিন
যেদিন আমায় নিঃশ্ব করে চলে গিয়েছিলে,
মৃত্যুকে আলিঙ্গন করতে পারিনি
কেননা জীবনকে অপমান করা হত,
অপমান করা হত ঐ বিধাতাকে
যে আমাকে এই জীবন দিয়েছে।


আজকের আমার প্রতিটি নিঃশ্বাস
তোমার দেয়া দুঃখের অভিলাষ,
আমার আজকের সুখের ছোঁয়া
স্মৃতির পাতায় তোমায় পাওয়া,
আজকের আমার প্রতিটি পদক্ষেপ
তোমার ভেঙ্গে ফেলা বিশ্বাসের নৃত্য,
আমার আজকের প্রতিটি স্বপ্ন
তোমাকে ভালোবাসায় মগ্ন।


বেঁচে আছি, বেঁচে থাকতে হয় বলে,
পথ চলছি, পথের শেষ দেখবো বলে
হয়তো কাঁদছি, চোখের জল লুকিয়ে
হয়তো হাসছি, কষ্ট বুকে চেপে
জীবন চলছে, জীবনের নিয়মে।


মনে রেখো আজকের উড়ন্ত তুমি
একদিন ধরনীতে নামবে, সময়ের স্রোতে
আমার যে কান্না তুমি দেখতে পাওনা
সে কান্না তুমি একদিন কাঁদবে
আমি সয়েছি, তুমি পারবে না।


ভালো থেকো তুমি, চীরকাল
চাইনা দুঃখ তোমাকে ছুঁয়ে যাক,
না, তোমার ফেরার আশায় নয়
আজও ভালোবাসি বলে তাই।