জীবনটা এগিয়ে যাচ্ছে, থামছে না
আর কত হাসি-কান্না, দুঃখ-সুখের
অধ্যায় পাড়ি দিতে হবে কে জানে


কে বলতে পারে আর কতো
জটিলতা দেখতে হবে এ জীবনে
আর কত পথ পেরুতে হবে কে জানে


চাইছি জীবনটা থেমে যাক
শেষ হোক আরো একটি অধ্যায়ের।


চাইলেই কি সব হয়! হয় না
চেয়েছিলাম জীবনটাকে বদলে নিতে
সময়টা বদলে গিয়েছে


চেয়েছিলাম কারো ভালোবাসা পেতে, পাইনি
আমার ভালোবাসা চেয়েছিল কেউ, দিতে পারিনি


অনেক স্বপ্ন ছিলো, সাজাবো নীড়
নীড় ভেঙ্গে গেছে, আমি আজ পথিক
দায়ভার কার, আমার না বিধাতার!


বিধাতার খেলা ঘরে আমি শুধু খেলনা মাত্র।।